টি-টোয়েন্টিতে ২৫৮ রানের জুটি
ক্রিকেটে জাপান খুব একটা আলোচিত দেশ নয়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত এক রেকর্ড করে আলোচনার জন্ম দিল আইসিসির সহযোগী সদস্যের এই দেশটি। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়লেন দেশটির দুই ক্রিকেটার।
জাপানের লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্দেল কাদোওয়াকি-ফ্লেমিং চীনের বিপক্ষে এই রেকর্ড করেন। হংকংয়ে চলমান ইস্ট এশিয়া কাপের ম্যাচে বৃহস্পতিবার দলটির বিপক্ষে পুরো ২০ ওভার খেলে ২৫৮ রানের জুটি গড়েন তারা।
লাচলান এদিন অপরাজিত ছিলেন ১৩৪ রানে। ৬৮ বলে ৮ চার ও ১২টি ছক্কা মারেন লাচলান। আর অধিনায়ক কেন্দেল করেছেন ১০৯ রান। তার ৫৩ বলের ইনিংস সাজানো ৩ চার ও ১১ ছক্কায়।
টি-টোয়েন্টিতে এর আগেও দুই ওপেনার সেঞ্চুরি করেছেন। দুইশ রানের জুটিও হয়েছে। তবে এবারই প্রথম এই সংস্করণে আড়াইশ রানের জুটি দেখল ক্রিকেট বিশ্ব।
টি-টোয়েন্টিতে এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল আফগানিস্তানের উসমান ঘানি ও হাজরাতউল্লাহ জাজাইয়ের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দেরাদুনে ওপেনিং জুটিতেই ২৩৬ রান করেছিলেন তারা।
জুটির রেকর্ডের দিনে ছক্কায়ও ইতিহাস গড়েছেন জাপানের এই দুই খেলোয়াড়। ম্যাচে দুজনের ছক্কার সংখ্যা ২৩টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি ছক্কা আছে শুধু নেপালের। মঙ্গোলিয়ার বিপক্ষে একবার ২৬টি ছক্কা মেরেছিল তারা।
এদিকে, নানা রেকর্ডের এই ম্যাচে চীনকে মাত্র ৭৮ রানেই অলআউট করে দিয়েছে জাপান। জয় পায় ১৮০ রানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় জয় মাত্র ৬টি।