রোহিত কেন ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২
শেয়ার :
রোহিত কেন ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক

গত বছরের অক্টোবর থেকেই গোড়ালির চোটে ভুগছেন হার্দিক পান্ডিয়া। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার। তাই হার্দিককে অধিনায়ক করার গুঞ্জনের মধ্যেই রোহিত শর্মাকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘(অন্যান্য সংস্করণে) রোহিত অধিনায়কত্ব করে আসছিল এবং আফগানিস্তান সিরিজে (টি-টোয়েন্টিতে) প্রত্যাবর্তন করেছে। তার মানে এই সংস্করণে আমরা তাকেই নেতৃত্বে রাখতে চাই।’

রোহিতকে নিয়ে জয় শাহ বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ২২-৪ থেকে রোহিত যেভাবে ভারতের রান ৪-২১২ পর্যন্ত নিয়ে গেছে, আমরা তার সম্পর্কে বেশি প্রশ্ন তুলতে পারি না, তাই না?’

তিনি আরও বলেন, ‘তার (রোহিত) সামর্থ্য আছে, যেটি আমি বলেছিলাম, আমরা বিশ্বকাপে দশটি ম্যাচে জিতেছি। আমরা ফাইনালে জিততে পারিনি, কিন্তু এটা খেলারই অংশ। যে-ই ভালো খেলবে, সে-ই জিতবে।... আহমেদাবাদে ২০২৩ সালের বিশ্বকাপে টানা দশ ম্যাচ জেতার পর ফাইনালে না জিতলেও, হৃদয় জিতেছি আমরা। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ২০২৪ (টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্বাডোজে (ফাইনাল ম্যাচের ভ্যেনু), রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতের পতাকা উঁচিয়ে ধরব।’

জয় শাহর বক্তব্যের সময় আরও উপস্থিত ছিলেন ভারত ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলে এবং আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল। সেখানে আরও উপস্থিত ছিলেন বর্তমান প্রধান নির্বাচক অজিত আগারকার, বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ভারতীয় দলের সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য।