‘জীবন আমাকে তোমার মতো একটা উপহার দিয়েছে’

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯
শেয়ার :
‘জীবন আমাকে তোমার মতো একটা উপহার দিয়েছে’

বিয়ের তিন বছর পার করলেন নাসির-তামিমা দম্পতি। এ নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন ক্রিকেটার নাসির হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ নিয়ে একটি পোস্টও করেছেন এই তারকা।

স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন নাসির। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একটা উপহার দিয়েছে... শুভ বিবাহবার্ষিকী..।

এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এরপর নতুন করে বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। সেই মামলা এখনও চলছে।

সম্প্রতি দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করেছে আইসিসি। এক ঘোষণায় আইসিসি জানায়, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির।