স্পিনার কমিয়ে ২ পেসার নিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
ভারতের পিচ স্পিনবান্ধব; তাই স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই টেস্টে ১ জন পেসার নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। এই ২ ম্যাচে বিশেষজ্ঞ ৩ স্পিনার নিয়ে মাঠে নামে তারা। তবে তৃতীয় টেস্টে সেই কৌশল থেকে সরে আসল দলটি। রাজকোটে অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচে স্পিনার শোয়েব বশিরের বদলে একাদশে ঢোকানো হয়েছে পেসার মার্ক উডকে।
হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন উড। তবে, বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্টে উডকে বসিয়ে খেলানো হয় অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে। সেখানে মন্দ করেননি অ্যান্ডারসন। আজ বুধবার ঘোষিত এই একাদশে এই একটি পরিবর্তনই এনেছে ইংল্যান্ড।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা বিরাজ করছে। প্রথম টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনে ২৮ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। আর দ্বিতীয় টেস্টে ১০৬ রানের জয় দিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিক দেশ ভারত। সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে আগামী ২৩ ফেব্রুয়ারি ও শেষ টেস্ট মার্চের ৭ তারিখ থেকে ধর্মশালায় অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।