তামিমের ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি, বরিশালের বড় সংগ্রহ
চলমান বিপিএলে এর আগেও রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। তবে রান পেলেও স্ট্রাইকরেটের কারণে সমালোচিত হয়েছেন এই ওপেনার। আজ বুধবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে সবকিছু পুষিয়ে দিলেন চট্টগ্রামের এই সন্তান।
চার-ছক্কার ফুলঝুরিতে ৪৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান বরিশাল অধিনায়ক। তাতে প্রথমে ব্যাট করা বরিশালের নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন ওপেনিংয়ে দারুণ এক জুটি গড়েন তামিম ও আহমেদ শেহজাদ। মাত্র ৮ ওভার ২ বলেই এই জুটি থেকে আসে ৭৬ রান। এই রানে শেহজাদ (২৪) ফিরলেও ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে নিয়েও গড়েন ৪৮ রানের জুটি।
১২৪ রানে ফেরেন তামিম। এরপর সৌম্য-মাহমুদউল্লাহ রিয়াদ জুটি আশা দেখালেও সুবিধা করে উঠতে পারেননি। ১৪৯ রানের মাথায় ১০ বলে ১৩ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। এর পরে ১৬১ রান তুলতেই ফেরেন সৌম্য, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে শেষদিকে ৬ বলে ২টি করে চার ও ছক্কায় ২৩ রান করলে ১৮৬ রানের বড় পুঁজি পায় বরিশাল।