হাতুড়িপেটা করে সাবেক প্রেমিকাকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯
শেয়ার :
হাতুড়িপেটা করে সাবেক প্রেমিকাকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ফুটবলারের

ইতালির সাবেক ফুটবলার জিওভান্নি পাদোভানিকে দেশটির আদালত যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন। সাবেক প্রেমিকা আলেসান্দ্রা মাত্তেউজ্জিকে হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার দায়ে এই শাস্তি পেলেন ২৮ বছর বয়সী সাবেক এই সেন্টারব্যাক।

পাদোভানি ইতালির চতুর্থ বিভাগের দল সানকাতালদেসের খেলোয়াড় ছিলেন। যেখানে ২০২২ সালের আগস্টে ইতালির উত্তরাঞ্চলের শহর বোলোনিয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তবে ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, আদালত মনে করেন, পাদোভানি পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটালেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ছিল না। এমনকি বিচারকাজের সময় পাদোভানি দাবি করেন, অপরাধটি করার সময় তার নিজের কর্মকাণ্ড সম্পর্কে খেয়াল ছিল না। মানসিকভাবে ‘বিপর্যস্ত’ ছিলেন এবং সেই অপরাধের পর থেকে পাদোভানি নিজেকে পাল্টে ফেলেছেন বলেও দাবি করেন।

পাদোভানি জানান, ‘যদি আপনি মনে করেন, আলেসান্দ্রার মতো সুন্দরী ও বুদ্ধিমতী কোনো নারীকে খুন করাটা আমার জন্য স্বাভাবিক ব্যাপার, তাহলে যাবজ্জীবন সাজাই আমার প্রাপ্য। কিন্তু যদি এটা মনে করেন, যে অপরাধটি আমি করেছি, তার পেছনে (মানসিকভাবে) বিপর্যস্ত থাকাও একটি কারণ, তাহলে লোকের মতামত এড়িয়ে সবকিছু বিবেচনা করুন। আমি যেটা করেছি, সেটা ভয়াবহ ও ক্ষমার অযোগ্য।’

নিজের প্রায় দ্বিগুণ বয়সী (৫৬ বছর) সাবেক প্রেমিকাকে পাদোভানি জ্বালাতন করছেন, এ অভিযোগ করার কয়েক সপ্তাহ পর আলেসান্দ্রা খুন হন। তাকে হত্যার দায়ে গত পরশু আদালত পাদোভানির বিরুদ্ধে এ রায় দেন।

সংবাদমাধ্যমে বলা হয়, পাদোভানি তার সাবেক প্রেমিকাকে প্রথমে হাতুড়ি, এরপর নিজের মুষ্টি, বেসবল ব্যাট এবং অ্যাপার্টমেন্টের পাশের বাগান থেকে নিয়ে আসা বেঞ্চ দিয়ে পিটিয়ে হত্যা করেন।