রাসেলের তাণ্ডবের পর অজিদের হারাল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২
শেয়ার :
রাসেলের তাণ্ডবের পর অজিদের হারাল উইন্ডিজ

আন্দ্রে রাসেল ও শেরফান রাদারফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে ৩৭ রানে জয় পায় উইন্ডিজ। সিরিজ অবশ্য অজিরা ২-১ ব্যবধানে ঘরে তুলল।

আজ মঙ্গলবার পার্থে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে স্বাগতিকরা।

২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ৬.৩ ওভারে ৬৮ রান তোলেন। মিচেল মার্শকে ১৭ রানে ফিরিয়ে আকিল হোসেন জুটি ভাঙেন। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ছিলেন নিজের মতো। ক্যারিয়ারের শেষদিকেও নিয়মিতই জ্বলে উঠছেন এই বাঁহাতি। শেষ পর্যন্ত তিনি ৪৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮১ রান করে রোস্টন চেজের বলে আউট হন।

মাঝে দ্রুত কিছু উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শেষ দিকে টিম ডেভিড বোলারদের শাসন করলেও জয় পাওয়া হয়নি স্বাগতিকদের। ডেভিড ১৯ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান রোমারিও শেফার্ড ও চেজ।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে ৩ ও ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে রাসেল ও রাদারফোর্ড ৬৭ বলে ১৩৯ রানের বিশাল পার্টনারশিপে দলকে উদ্ধার করেন। ইনিংসের শেষ ওভারে আউট হওয়া রাসেল তাণ্ডবের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেন। তিনি মাত্র ২৯ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় ৭১ রান করেন। রাদারফোর্ড ৪০ বলে ৫টি চার ও সমান ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান জাভিয়ার বার্টলেট।

ম্যাচ সেরা হন আন্দ্রে রাসেল। আর সিরিজ সেরা ওয়ার্নার।