ঘুরে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারাল মোহামেডান

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭
শেয়ার :
ঘুরে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারাল মোহামেডান

মর্যাদার লড়াইয়ে পিছিয়ে পড়েও আবাহনীকে লিমিটেডকে হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-১ গোলের এই জয়ে গ্রুপ সেরা হয়েই ফেডারেশন কাপের নকআউট পর্বে উঠল সাদাকালো জার্সিধারীরা।

টুর্নামেন্টটিতে যদিও দুই দলের কোয়ার্টার-ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। যেখানে গ্রুপ সেরা হতে আবাহনীর শুধু ড্র দরকার ছিল। তবে মোহামেডান শীর্ষে থেকেই মাঠ ছাড়ল।

আজ মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে কর্নেলিয়াস স্টুয়ার্ট আবাহনীকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান এমানুয়েল সানডে। পরে জয়সূচক গোলটিও করেন এই নাইজেরিয়ান মিডফিল্ডার।

ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। হাসান মুরাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে ওয়াশিংতন বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে সাকিব আল হাসানকে পরাস্ত করেন কর্নেলিয়াস।

মোহামেডান ৫১তম মিনিটে আবাহনীর রক্ষণের বোঝাপড়ার ভুলে সমতা ফিরে। মোজাফ্ফরভের ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে। বেঞ্চে মুখ গোমড়া করে বসে থাকা মোহামেডান কোচ আলফাজ লাফিয়ে উদযাপন শুরু করেন।

তিন মিনিটের মধ্যে আরেক গোলে আবারও উদযাপনের উপলক্ষ্য পেয়ে যায় মোহামেডান। হাসান মুরাদের থ্রো ইনে দোসো সিদিকের হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা সানডে আলতো টোকায় খুঁজে নেন জাল।

তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো শিরোপাধারী মোহমেডান। মৌসুমের প্রথম ডার্বিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হলো আবাহনী।