বশিরের পর এবার রেহানকে আটকে দিল ভারত?
ভিসা সমস্যার কারণে শোয়েব বশিরের পর এবার রেহান আহমেদকে আটকে দিল ভারত। দেশটির রাজকোট বিমানবন্দরে দু’ঘণ্টা আটকে থাকতে হল রেহানকে।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে বশিরের ভিসা সমস্যা হয়েছিল। প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি। ছুটি কাটাতে আবুধাবি গিয়েছিল ইংল্যান্ড দল। তৃতীয় টেস্টের আগে ভারতে ফিরে আসে তারা। এবার আটকে থাকতে হলো রেহানকে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্ট খেলতেই সোমবার ভারতে ফিরে আসে ইংল্যান্ড। কিন্তু রেহানের কাছে যে ভিসা ছিল তাতে ৩০ দিনের মধ্যে একবারই ভারতে ঢোকার অনুমতি ছিল। কিন্তু ভারত ছেড়ে আবুধাবিতে গিয়ে ছুটি কাটানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
এবার তৃতীয় টেস্টের আগে দ্বিতীয়বার ভারতে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন রেহান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং রেহানের ভিসার ব্যবস্থা করে। যদিও দু’ঘন্টা বিমানবন্দরে কাটাতে হয় ইংরেজ স্পিনারকে।
এর আগে ইংল্যান্ডের বশিরের ভিসা সমস্যা হয়েছিল। প্রথম টেস্টের আগে আবু ধাবি থেকে ভারতে আসার সময় সমস্যা হচ্ছিল তার। ইংল্যান্ডে ফিরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভারতে আসেন তিনি। এর ফলে প্রথম টেস্টে খেলা হয়নি তার। ইংল্যান্ড দলে জ্যাক লিচের চোট। তাই রেহান, বশির এবং টম হার্টলির উপর ভরসা রাখতে হবে দলকে। দুই টেস্ট শেষে সিরিজে ১-১ ব্যবধানে সমতা রয়েছে।