বিশ্বকাপের একাদশ ঘোষণা, বাংলাদেশের কেউ নেই

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭
শেয়ার :
বিশ্বকাপের একাদশ ঘোষণা, বাংলাদেশের কেউ নেই

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে সেরা খেলোয়াড় বিবেচনা করে আইসিসি সেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে ভারত থেকে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে রয়েছেন তিন জন। তবে সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাশের কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

সেরা একদশটি আইসিসির প্রতিনিধি, সম্প্রচারকারী দল এবং সংবাদমাধ্যম মিলে বেছে নিয়েছে। রানার্সআপ ভারত থেকে সুযোগ পেয়েছেন অধিনায়ক উদয় সাহারান, সচীন ধাস, সাউমি পান্ডে ও মুশির খান।

এই একাদশে অধিনায়ক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার দলনেতা হিউ ওয়েবগেন। এছাড়া হ্যারি ডিক্সন ও ক্যালাম ভিডলার জায়গা করে নিয়েছেন। একাদশে দক্ষিণ আফ্রিকার ২, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের একজন করে আছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে স্কটল্যান্ডের একজন আছেন।

সেরা একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী): লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), হ্যারি ডিক্সন (অস্ট্রেলিয়া), মুশির খান (ভারত), হিউ ওয়েবগেন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), উদয় সাহারান, সচীন ধাস (ভারত), নাথান এডওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ়), ক্যালাম ভিডলার (অস্ট্রেলিয়া), উবেদ শাহ (পাকিস্তান), কোয়েনা মাফাকা (দক্ষিণ আফ্রিকা), সাউমি পান্ডে (ভারত) এবং জেমি ডাঙ্ক (স্কটল্যান্ড)।