চলতি বাজেটের আকার কমছে ৬০ হাজার কোটি
প্রতীকী ছবি
প্রতিবছর বাজেটের আকার বাড়ছে। আবার বাজেটের শেষ সময়ে গিয়ে আকার কাটছাঁটও হচ্ছে। এবারও ব্যতিক্রম নয়; চলতি (২০২৩-২০২৪) অর্থবছরের বাজেটের আকার প্রায় ৬০ হাজার কোটি টাকা কমানো হচ্ছে বলে অর্থ বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কমবে ১৮ হাজার কোটি টাকা; বাকিটা কমবে নন-এডিপিতে।
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না। ছয় মাসে রাজস্ব ঘাটতি ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিদেশি সহায়তাও কমেছে। বাজেট বাস্তবায়নও কম হচ্ছে। এ অবস্থায় আগামী মাসে বাজেট বাস্তবায়ন সম্পর্কিত সম্পদ কমিটির সভায় বাজেট সংশোধনের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, চলতি বাজেটে এডিপি আকার নির্ধারণ করা আছে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা কমিয়ে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হবে।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেটেও কৃচ্ছ্রতার ছাপ থাকবে। চলতি বাজেটের চেয়ে প্রায় ৬ শতাংশ বাড়িয়ে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন হবে। সে ক্ষেত্রে আগামী বাজেটের আকার দাঁড়াবে প্রায় ৮ লাখ ৫ হাজার কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ ৫৫ হাজার কোটি টাকা। সাধারণত আগের বাজেটের চেয়ে বরাদ্দ ১০ থেকে ১২ শতাংশ বাড়িয়ে পরবর্তী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়।
চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখোমুখি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি রয়েছে ২৩ হাজার ২২৭ কোটি ১৯ লাখ টাকা। ছয় মাসে ১ লাখ ৮৮ হাজার ৭৫৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬২৯ কোটি ৭৫ লাখ টাকা। এমন পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্য কমিয়ে দেওয়া হচ্ছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ২০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা দাঁড়াচ্ছে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর আমাদের সময়কে বলেন, অর্থনৈতিক সংকটকালীন সময়ে বাজেট সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে না পারলে বাজেটের আকার বাড়িয়ে কোনো লাভ নেই। ডলার ও রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ তো আছেই। সেদিকে লক্ষ্য রেখেই বাজেটের আকার নির্ধারণ করতে হবে।