প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, আসলেন লিপু
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত ডিসেম্বরেই। আগে থেকেই গুঞ্জন ছিল, প্রধান নির্বাচকের পদে নান্নুর সঙ্গে চুক্তি নবায়ন করবে না বিসিবি। সেটিই সত্যি হলো। তার সঙ্গে চুক্তি নবায়ন না করে এই দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুকে।
আজ সোমবার মিরপুরের শের-ই-বাংলায় বিসিবির বোর্ড সভা শেষে নান্নুর জায়গায় লিপুর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
নান্নুর নেতৃত্বে গত নির্বাচক প্যানেলে ছিলেন হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকও। এর মধ্যে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সুমন। তার বদলে জায়গা হয়েছে হান্নান সরকারের। তবে নতুন প্যানেলেও থাকছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এর আগেও বিসিবির বিভিন্ন দায়িত্ব সামলেছেন। বিসিবির সাবেক পরিচালন তিনি। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।