‘বড় ভাই সরফরাজকে ছাড়িয়ে যাবে মুশির খান’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে গিয়ে হেরে যায় ভারত। আসরজুড়ে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গেছেন দলের অলরাউন্ডার মুশির খান। তিনি ভারতের ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া সরফরাজ খানের ছোট ভাই। ভারতের সাবেক ওপেনার আকাশ মনে করেন, পারফরম্যান্সে বড় ভাই সরফরাজকে পেছনে ফেলবেন মুশির।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ৭ ম্যাচে ৬০ গড়ে ৩৬০ রান করেছেন মুশির। যার মধ্যে ২টি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ফিফটিও। ছিল, ১৩১ রানের একটি ইনিংসও। শিখর ধাওয়ানের পর তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই বা ততোধিক সেঞ্চুরি পেয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে এক বিশ্লেষণে মুশিরের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বলে জানিয়েছেন চোপড়া। বলেছেন, ‘আমি মুশিরকে অনেক পছন্দ করি। যখন তাদের (সরফরাজ ও মুশির) ক্যারিয়ার শেষ হবে, ছোট ভাই বড় ভাইয়ের থেকে এগিয়ে থাকতে পারে। তার (মুশির) একটি দারুণ ব্যাপার হচ্ছে, তার অসাধারণ ‘‘টাইমিং’’।
আকাশ জানিয়েছেন, মুশির সত্যিই ভাল স্পিন খেলতে পারে এবং কিছু অপ্রচলিত শটও খেলতে পারে। বলেন, ‘সে পা ব্যবহার করে খুব ভালো খেলে এবং সোজাও ভালো খেলে। যখনই বল সেই রেঞ্জের মধ্যে থাকে, সে খুব ভালো খেলে।’
ভারতের হয়ে ১৪টি যুব ওয়ানডেতে ৬১.৫৫ গড়ে ৫৫৪ রান করেছেন মুশির। স্ট্রাইকরেটও ছিল নব্বইয়ের ওপরে। দুইটি সেঞ্চুরি ও ১৩টি ফিফটিতে এই রান করেছেন তিনি। কার্যকরী বাঁহাতি স্পিনে ১৩টি উইকেটও আছে তার।
তবে মুশিরের দুর্বলতাও খুঁজে পেয়েছেন চোপড়া, ‘তাকে (মুশির) একটি বিষয় নিয়ে কাজ করতে হবে। তার ব্যাকফুটে খেলা কিছুটা দুর্বল। সে ফাইনালে জীবন পেয়েছে এবং সেমিফাইনালে স্লিপে ক্যাচ দিয়েছে। আপনাকে যদি দীর্ঘ সময় খেলতে হয়, আপনাকে শর্ট বলের বিপক্ষে ভালো খেলার জন্য মারাত্মক পরিশ্রম করতে হবে।’