আর্সেনালের গোলবন্যা, জয় পেল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত জয় পেয়েছে আর্সেনাল। ওয়েস্টহ্যামকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। বিপক্ষের মাঠে এদিন জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জয় পায় টেন হাগের দল।
প্রতিপক্ষের মাঠে এদিন আর্সেনালকে অবশ্য উইলিয়াম স্যালিবার প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় আধ ঘণ্টা। কিন্তু সেখান থেকে পরের ৩৫ মিনিটে ৬-০ করে ফেলে। জোড়া গোল করেন বুকায়ো সাকা। প্রথমটি ৪১ মিনিটে পেনাল্টিতে। ৩-০ করেন গ্যাব্রিয়েল ম্যাগলহায়েস। ৪৪ মিনিটে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে লিয়োনার্দো ট্রোসার্ডের সৌজন্যে ৪-০ হয়ে যায় ফল। ৬৩ মিনিটে সাকা করেন তার দ্বিতীয় গোল, দলের পঞ্চম। ৬-০ হয় ডেকলান রাইসের কৃতিত্বে।
অন্য ম্যাচে ১৭ মিনিটে রাসমাস হয়মুন্ডের গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে এগিয়ে গেলেও সেই গোল শোধ হয়ে যায় ৬৭ মিনিটে ডগলাস লুইজের সৌজন্যে। ম্যানইউর তিন পয়েন্ট শেষপর্যন্ত নিশ্চিত করেন স্কট ম্যাকটমিনে। ৮৬ মিনিটে ২-১ করেন।
২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৪। ঠিক দু’পয়েন্ট কম ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের। পেপ গার্দিওলার দল অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। গোল পার্থক্যে তারাই দ্বিতীয়। আর্সেনাল সেখানে এখন তৃতীয় স্থানে। পরিস্থিতি যা তাতে এই তিন ক্লাবের যে কোনো একটি দল আটকে গেলে রীতিমতো সমস্যায় পড়বে।