ম্যাক্সওয়েলের সেঞ্চুরি, ৪৪৮ রানের টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের হার

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০
শেয়ার :
ম্যাক্সওয়েলের সেঞ্চুরি, ৪৪৮ রানের টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের হার

দুই দল মিলে করল ৪৪৮ রান। প্রথমে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে ২৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে কম যায়নি ওয়েস্ট ইন্ডিজও! অজি পাহাড় ডিঙাতে গিড়ে ক্যারিবিয়ানরা থামে ২০৭ রানে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারার পর দ্বিতীয়টিতে ৩৪ রানে হেরে সিরিজও খোয়াল রোভম্যান পাওয়েলের দল। 

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এদিন টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া। ৬৪ রানের মধ্যে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে খুব একটা মন্দ করেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে গ্লেন ম্যাক্সওয়েল মাঠে নামার পরই বদলে যায় চিত্রনাট্য। আন্দ্রে রাসেল-রোমারিও শেফার্ডদের একের পর এক বাউন্ডারি ছাড়া করতে থাকেন তিনি। 

ম্যাক্সওয়েলের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে ১৪৬ রানে মাথায় চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন মার্কাস স্টোয়নিস। এই জুটিতে মাত্র ১৬ রানের অবদান ছিল তার। এরপর মাঠে নামেন টিম ডেভিড। দুজনে মিলে তুলোধুনো করতে থাকেন ক্যারিবিয়ান বোলারদের। শেষ পর্যন্ত দুজনে অপরাজিত থেকে দলের রান নিয়ে যান ২৪১-এ। ম্যাক্সওয়েল ৫৫ বলে ১২০ রানে আর ডেভিড ১৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। 

ম্যাক্সওয়েল তার ইনিংসটি সাজান ১২টি চার ও ৮ ছক্কায়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। এই সংস্করণে যৌথভাবে যেটি সর্বোচ্চ। একই সংখ্যক সেঞ্চুরি আছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও। 

জবাব দিতে নেমে ৬৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বেসামাল হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে হাল ছেড়ে দেননি আন্দ্রে রাসেল ও রোভম্যান পাওয়েল। তবে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সেটি যথেষ্ট ছিল না। ৩৬ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান আসে পাওয়েলের ব্যাট থেকে। ১৬ বলে ৩৭ রান করেন রাসেল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৭ রানে থামে ক্যারিবিয়ানরা।