‘বিশ্বের সেরা’ ৬ ফুটবলারের নাম বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৭
শেয়ার :
‘বিশ্বের সেরা’ ৬ ফুটবলারের নাম বললেন আনচেলত্তি

লা লিগার শীর্ষস্থান দখলে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে যা একটু টক্কর দিয়েছে জিরোনা। তবে গতকাল রাতে রিয়ালের বিপক্ষে হেরে স্পষ্ট ৫ পয়েন্ট পেছনে পরে গেছে দলটি। ম্যাচে জোড়া গোল করেন জুডে বেলিংহ্যাম, একটি করে গোল ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তবে ম্যাচসেরা হয়েছেন মাঠজুড়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান এই তারকার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবেই স্বীকৃতি দিয়ে দিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

শুধু ভিনিসিয়ুসই নয়, বর্তমনা বিশ্বের সেরা আরও ৫ ফুটবলার তার দলেই খেলেন বলে জানিয়েছেন আনচেলত্তি। তারা হলেন, জুডে বেলিংহ্যাম, রদ্রিগো, টনি ক্রুস, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা। 

সেরা ফুটবলারদের এই প্রসঙ্গ উঠে এসেছে এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তিকে সাংবাদিকদের করা প্রশ্নে। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদে আসছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই বিষয়ে বরাবরের মতোই কথা বলতে আগ্রহী নন রিয়াল কোচ। 

আনচেলত্তি বলেন, ‘সে (এমবাপ্পে) তো অন্য দলে খেলে। আমাদের দলেই তো বিশ্বের সেরা ফুটবলার আছে। সে (ভিনিসিউস) সেরা মানের ফুটবলার। সে যখন এরকম খেলে এবং এই মানসিকতা নিয়ে মাঠে নামে, সে তখন বিশ্বের সেরা ফুটবলার। ব্যক্তিগতভাবে এটাই মনে করি আমি।’

ভিনিসিয়ুসের পর সেরা খেলোয়াড়দের নামও পর্যায়ক্রমে বলে দিলেন আনচেলত্তি, ‘(দ্বিতীয় সেরা) বেলিংহ্যাম, রদ্রিগো তৃতীয়। চতুর্থ হলো ক্রুস, এরপর ভালভের্দে, কামাভিঙ্গা। আজকে রিয়াল মাদ্রিদের বেঞ্চে থাকা ছিল খুবই স্বস্তিদায়ক।’