দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি টিম বাস। ফ্র্যাঞ্চাইজিটির বাসের সঙ্গে একটি লরির ধাক্কা লেগেছে বলে জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।
তবে দুর্ঘটনার মুখে পড়া সেই বাসে স্কোয়াডের কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য ছিল না। বাসটিতে বহন করা হচ্ছিল ক্রিকেটারদের সরঞ্জামাদি। ক্রিকেটাররা চট্টগ্রাম পৌঁছানোর আগেই পাঠানো হয়েছিল সরঞ্জামাদি।
জানা গেছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা আজ বিকেল ৪টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন। ঘরের মাঠে প্রথম ম্যাচেই মাঠে নামবে চট্টগ্রাম। আগামী ১৩ ফেব্রুয়ারি শহরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সেই ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ঘরের মাঠে ৪টি ম্যাচ খেলবে তারা।
বিপিএলের তিন পর্ব শেষে চট্টগ্রাম আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে সর্বোচ্চ ৬টি জয় নিয়ে ১২ পয়েন্ট আদায় করা রংপুর রাইডার্স আছে সবার ওপরে। দুইয়ে চট্টগ্রামের সমান পয়েন্ট পাওয়া কুমিল্লা। তবে রান রেটে বেশ এগিয়ে লিটন কুমার দাসের দল।