‘বন্ধু’ কোহলির পরিবারের কাছে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট যে খেলছেন না, স্বাভাবিকভাবেই সেই ঘোষণা সিরিজ শুরুর আগে দেওয়া হয়েছিল। তবে আশা ছিল, ঘরের মাঠের এই সিরিজে শেষ ৩ টেস্টে পাওয়া যাবে তাকে। তবে সেটিও হচ্ছে না। বাকি ৩ টেস্টের ঘোষিত দলেও নেই কোহলি।
সাবেক এই অধিনায়কের দলে অনুপস্থিতির কারণ হিসেবে বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বলছে, ব্যাপারটি ব্যক্তিগত। যদিও কয়েকদিন আগে আরসিবিতে কোহলির দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু এবিডি ভিলিয়ার্স তার ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছিলেন, কোহলি ও আনুশকা শর্মার ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান।
শেষমেষ গত শুক্রবার ‘ইউটার্ন’ নেন ডি ভিলিয়ার্স। জানান, কোহলির বাবা হওয়ার খবর সত্য নয়। বলেন, ‘সবার আগে পরিবার, তারপর ক্রিকেট। আমি আমার ইউটিউব চ্যানেলে বিশাল একটি ভুল করে ফেলেছি। সেই (কোহলির বাবা হওয়া) তথ্য মিথ্যা ছিল এবং এর কোনো সত্যতা নেই। আমি মনে করি যাই হোক, সবার আগে কোহলির পরিবারই আসবে। কেউ জানে না কী ঘটছে সেখানে, আমি যেটি করতে পারি সেটি হচ্ছে তার প্রতি শুভকামনা জানানো। তার বিরতির কারণ যাই হোক না কেন, আমি আশা করি সে আরও শক্তিশালী, ভালো ও সতেজ হয়ে ফিরবে।’
এবার ইউটিউবে দেওয়া এক লাইভে কোহলির পরিবারের কাছে ক্ষমাও চাইলেন ডি ভিলিয়ার্স, ‘আমার বন্ধু কোহলি এখনো কাজ পুরোপুরি সেরে উঠতে পারেনি। আমি সবার কাছে করজোড়ে বলছি, তাকে তার প্রাপ্য গোপনীয়তা দিবেন। সবার আগে পরিবার। কেউ জানে না, আসলে কী চলছে। সবাইকে সেই বিষয়ে সম্মান জানানোর আহ্বান জানাই। আমি আমার আগের শো’তে মারাত্মক কিছু ভুল করেছিলাম এবং সেই কারণে কোহলির পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি।’