মাহমুদউল্লাহ-সৌম্যর বড় পুঁজিতে বরিশালের জয়
মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারের সত্তর ছোঁয়া ইনিংসে ফরচুন বরিশাল পেল বড় সংগ্রহ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা অলআউট হয়েছে ১৯.৪ ওভারে ১৪৯ রানে।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার ৪০ রানে জিতেছে বরিশাল। ফলে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে বরিশাল।
বিপিএলে এ নিয়ে টানা ৮ ম্যাচ হারের রেকর্ড গড়ল দুর্দান্ত ঢাকা। বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারানোর পর আর জয়ের দেখা পায়নি দলটি।
আজকের স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৮৯/৪ (শেহজাদ ১০, তামিম ৪, সৌম্য ৭৫*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৭৩, মালিক ১৯*; মেহেরব ১-০-৭-০, শরিফুল ৪-০-৩৬-২, তাসকিন ৪-০-৩৫-২, সামারাকুন ৪-০-৪৪-০, চাতুরাঙ্গা ৪-০-২৮-০, আরাফাত ১-০-১৪-০, সাব্বির ২-০-২৩-০)
দুর্দান্ত ঢাকা: ১৯.৪ ওভারে ১৪৯ (সাব্বির ৫, নাঈম ১০, সাইফ ১২, রস ৫২, মেহেরব ২৮, চাতুরাঙ্গা ৪, তাহজিবুল ৭, সামারাকুন ০, তাসকিন ১২, শরিফুল ৭, আরাফাত ১*; মিরাজ ২.৪-০-১৭-২, আকিফ ৪-০-৪৭-১, ম্যাকয় ৪-০-১৯-২, তাইজুল ২-০-২২-০, সাইফউদ্দিন ৪-০-২১-৩, সৌম্য ৩-১-২১-০)
ফল: ফরচুন বরিশাল ৪০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার