ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩
শেয়ার :
ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ শহরের জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালকের নাম হাসেম মিয়া (২৮)। তিনি ময়মনসিংহ সদরের দাপুনিয়া কলাপাড়া এলাকার মৃত জহুর উদ্দিনের ছেলে।

আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে যাওয়া লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, হাসেম মিয়া গত রাতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাত ১২টার দিকে শেষবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল। এরপর আর বাসায় ফেরেননি তিনি। শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে তার হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ব্রহ্মপুত্রের পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।