বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তান আগমনের খবর ‘ভুল’
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন, এমন দাবি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেই কারণেই ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে কোহলি খেলছেন না বলে জানিয়েছেন তার এক সময়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই সতীর্থ। তবে এক সপ্তাহ না ঘুরতেই সুর পাল্টে ফেললেন ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক তার করা সেই মন্তব্য থেকে হঠাৎ সরে এলেন। তার দাবি, তিনি ভুল তথ্য দিয়েছিলেন। আর নতুন বার্তায় তিনি জানিয়েছেন যে, তিনি এই ব্যাপারে কিছু জানেন না।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স নিজের দেওয়া সেই তথ্য ভুল বলে দাবি করেছেন। তার নতুন দাবি, ‘আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। ভুল তথ্য ছড়িয়ে দিয়েছিলাম। বিরাটের পরিবারের ভালো হোক। কেউ জানে না কী হচ্ছে। আমি শুধু ওদের শুভেচ্ছা জানাতে চাই। যে কারণেই বিরাট বিশ্রাম নিয়ে থাকুক, আশা করি ও আরও শক্তিশালী হয়ে ক্রিকেটে ফিরবে। আরও তরতাজা থাকবে।’
এর আগে একটি ইউটিউব ভিডিওতে বিরাটকে নিয়ে প্রশ্নের জবাব দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছিলেন, ‘আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’ এরপরেই ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।’