অল্প রানেই থামল অধিনায়ক তাসকিনের ঢাকা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯
শেয়ার :
অল্প রানেই থামল অধিনায়ক তাসকিনের ঢাকা

দল টানা হারের বৃত্তে আটকা, নিজের ব্যাটও চূড়ান্ত ব্যর্থ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাই মোসাদ্দেক হোসেনের পরিবর্তে তাসকিন আহমেদকে অধিনায়ক করে ম্যাচে নামায় ঢাকা। তবে অধিনায়ক পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হলো না ঢাকার। সিলেটের বিপক্ষেও দেখিয়েছে চরম ব্যাটিং ব্যর্থতা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ১২৪ রানে। 

আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান আরেক তলানির দল সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন। প্রথম ওভারেই উইকেট পেলেও দ্বিতীয় উইকেটে সিলেটকে হতাশ করেন নাঈম শেখ ও সাইফ হাসান। দুজনের মিলে গড়েন ৭৮ রানের জুটি। ঢাকাও দেখছিল বড় পুঁজির আশা। 

তবে সব আশা ভাঙতে শুরু করে দলীয় ৮২ রানের মাথায় সাইফের বিদায়ের পর। ৩২ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৪১ রান করেন তিনি। দলের সঙ্গে আর ২ রান যোগ হতে ফেরেন নাঈমও। ২৯ বলে সমান ২টি চার ও ছক্কার মারে ৩৬ রান আসে তার ব্যাটে। 

এই দুজনের বিদায়ের পর আর কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। একে একে বিদায় নেন অ্যালেক্স রস, সাইম আইয়ুব, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে পারে ঢাকা। 

সিলেটের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার রেজাউর রহমান রাজা। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ৪ ওভার ১৯ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে সফল সামিত প্যাটেলও।