ইতিহাস গড়ে ফাইনালে জর্ডান
এশিয়ান কাপের দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো আসরটি ফাইনালে জায়গা করে নিল জর্ডান। মঙ্গলবার কাতারের আল রাইয়ানে প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে জর্ডান। স্মরণীয় এই জয়ের নায়ক মুসা আল-তামারি। সতীর্থকে দিয়ে দলের প্রথম গোলটি করান তিনি, পরে নিজে করেন দুর্দান্ত এক গোল।
অথচ এবারের আগে জর্ডান কখনও এশিয়ান কাপের শেষ চারেও উঠতে পারেনি। সেই দলই ইতিহাস গড়ে এখন শিরোপা নির্ধারণী মঞ্চে।
দক্ষিণ কোরিয়া এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিল। তারা ফিফা র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে রয়েছে। তবে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকা দলটি ফিফা র্যাঙ্কিংয়ের ৮৭ নম্বর দলের বিপক্ষে প্রথমবার হারল। আগের ছয়বারের দেখায় কখনও তারা হারেনি।
আহমাদ বিন আলি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩তম মিনিটে এগিয়ে যায় জর্ডান। মুসার দারুণ পাস বক্সে পেয়ে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান ইয়াজান আল নাইমাত। এরপর ৬৪তম মিনিটে মুসার বাঁ পায়ের একটি শট দারুণভাবে ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। দুই মিনিট পরই নজরকাড়া এক গোলে ব্যবধান বাড়ান মুসা। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখেই জর্ডানের জয়োল্লাস।
আজ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতার। জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে নামবে জর্ডান।