ব্রাউনের ফিফটি, দেশিদের ব্যর্থতায় দেড়শও করতে পারল না চট্টগ্রাম
ফরচুন বরিশালের বিপক্ষে শুরুর দিকে দারুণ ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যার মূল অবদান দুই বিদেশি টম ব্রুস ও জস ব্রাউনের। তবে শেষদিকে দেশি ব্যাটারদের কাছ থেকে সহায়তা পাননি ব্রাউন। তিনি ফিফটি করলেও দলের রান দেড়শ ছোঁয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানেই সন্তষ্ট হতে হলো দলকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হের ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি চট্টগ্রাম। ৩৯ রান আসে তানজিদ হাসান তামিম ও এই ম্যাচে অভিষিক্ত জশ ব্রাউনের ব্যাটে। যদিও তানজিদের ব্যাটিং ছিল বেশ দৃষ্টিকটূ। ১৯ বলে ১০ রান করে দলীয় ৩৯ রানের মাথায় বিদায় নেন তিনি। তার উইকেট নেন এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামা মোহাম্মদ সাইফউদ্দিন।
দ্বিতীয় উইকেটে আরেক বিদেশি টম ব্রুসকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ব্রাউন। ৭১ রানের মাথায় ২৩ বলে ৩৮ রান করা ব্রাউনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। এরপর উইকেটে টিকে থাকলেও বেশ মন্থর ব্যাটিং করেন শাহাদাত হোসেন দীপু। দলীয় ১০৪ রানে যখন তিনি ফেরেন, নামের পাশে তখন ২০ বলে ১৫ রান।
বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবুল্লাহ জাদরান কিংবা সৈকত আলীও। তবে একপাশে শেষ পর্যন্ত লড়ে গেছেন ব্রুস। শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। ৪০ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২ ছক্কায়। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে চট্টগ্রাম।