ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত
প্রথম দুই ম্যাচে নেপাল ও ভারতকে হারিয়ে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় ভারত। তবে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ভারত ঠিকই ফাইনাল নিশ্চিত করল।
আজ মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় ভারত। আগামী বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।
আজ ভুটানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে লাল-সবুজরা নেপালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল। গ্রুপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় সাগরিকারা।
আর ভারত ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১০-০ গোলের জয় পাওয়ার পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে পায় এই জয়। এই টুর্নামেন্টে নেপালের একমাত্র প্রাপ্তি ভুটানের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ভুটানের।