বিপিএল ছাড়ছেন আফগান-পাকিস্তানিরা, আসছেন প্রোটিয়া-ক্যারিবীয়রা
আগামী ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাই এবারের বিপিএলে খেলতে দলের খেলোয়াড়দের অনাপত্তিপত্রের মেয়াদ সীমিত করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মেয়াদ শেষ হয়ে আসায় শীঘ্রই একে একে বিপিএল ছাড়বেন তারা।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেটের বড় দুই নাম বাবর আজম (রংপুর রাইডার্স) ও মোহাম্মদ রিজওয়ান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) বিদায় জানিয়েছেন নিজ নিজ দলকে। আগামীকাল পর্যন্ত আছে তাদের অনাপত্তিপত্রের মেয়াদ। তবে তাদের ধরে রাখার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজি দুটি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজদেরও ফিরতে হবে দ্রুত। তবে চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা আরও কিছুদিন থাকতে পারবেন।
এদিকে বিপিএল ছাড়বেন আফগানিস্তান ও শ্রীলংকার কয়েকজন ক্রিকেটারও। কারণ এই দুই দেশের মধ্যে শুরু হচ্ছে দ্বিপক্ষীয় সিরিজ। এই তালিকায় আছেন রংপুরের আজমাতুল্লাহ ওমারজাই, চট্টগ্রামের নজিবউল্লাহ জাদরান ও আভিস্কা ফার্নান্ডো। খুলনা টাইগার্স হারাবে দাসুন শানাকাকে।
পাকিস্তানি-আফগান ক্রিকেটাররা বিপিএল ছাড়লেও আসছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই খুলনা টাইগার্সে যোগ দেবেন শাই হোপ, ওশান টমাসরা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাদের।
একই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাবে ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল, সুনীল নারাইনকে। চট্টগ্রামে যোগ দেবেন ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড। যোগ দেওয়ার কথা ইংলিশ ওপেনার ফিল সল্টেরও।
দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড়ও পেতে পারে বিপিএল। আগামী ১০ ফেব্রুয়ারি শেষ হবে প্রোটিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০। সেই টুর্নামেন্ট শেষ হলে ফরচুন বরিশালে যোগ দেওয়ার কথা ডেভিড মিলারের। কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনকেও বিপিএলে আনার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানও। টুর্নামেন্ট শেষে তাকে পাবে রংপুর রাইডার্স।