বিপিএলে ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে এগিয়ে কারা

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯
শেয়ার :
বিপিএলে ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে এগিয়ে কারা

গত ১৯ জানুয়ারি শুরু হয়েছিল বিপিএলের দশম আসর। এরই মধ্যে ঢাকা ও সিলেট পর্ব শেষ করে ফেলেছে টুর্নামেন্টটি। নির্ধারিত ৪৬টি ম্যাচের মধ্যে শেষ হয়েছে ২০ ম্যাচ। যেখানে ব্যাটে-বলে নিজেদের জাত চিনিয়েছেন বেশ কিছু ক্রিকেটার।

ব্যাট হাতে যাদের দাপট

বিপিএলে দুই পর্ব শেষ হওয়ার পর ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। ২০২২ সালে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মুশফিকের রান ৬ ইনিংসে ২২৯। এর মধ্যে দুইটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন এই তারকা। ১৩০.১১ স্ট্রাইকরেটে রানগুলো করেছেন তিনি। মুশফিক অবশ্য তার দুইটি ফিফটিই করেছিলেন ঢাকা পর্বে। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৮ ও কুমিল্লার বিপক্ষে ৬৩ রান করেন তিনি। 

মুশফিক ছাড়া দুইশ রান পেয়েছেন আর কেবল বাবর আজম। ৫ ইনিংসে তার রান ২০৪। ২টি ফিফটি পেলেও স্ট্রাইকরেট খুব একটা ভালো নয় বাবরের- ১১৫.৯০। ব্যাটারদের তালিকার সেরা পাঁচে থাকা অন্য তিন ক্রিকেটার হচ্ছেন জাকির হাসান, আভিস্কা ফার্নন্ডো ও তামিম ইকবাল। 

৭ ইনিংসে জাকিরের রান ১৯৩। যেখানে তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭০। ওই এক ইনিংসেই ফিফটি পেয়েছেন তিনি। স্ট্রাইকরেট খুব একটা মন্দ নয়, ১২৯.৫৩। ৬ ইনিংসে ১৭৪ রান করে তালিকার চারে আভিস্কা। তবে তার স্ট্রাইকরেটা বেশ ভালো। প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। কোনো ফিফটি না পেলেও ৬ ইনিংসে ১৪৯ রান নিয়ে তালিকার পাঁচে তামিম। 

বোলিংয়ে দাপট যাদের

ব্যাটিংয়ে সেরা পাঁচে যেমন বাংলাদেশের ৩ জন, বোলিংয়েও তেমন। এই তিন বাংলাদেশি হলেন শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম। সেরা পাঁচে থাকা বাকি দুই বিদেশি হলেন রিচার্ড এনগারাভা ও বিলাল খান। 

১০টি করে উইকেট পেয়েছেন মেহেদী, শরীফুল ও এনগারাভা। তবে ইকোনমির দিক দিয়ে শরীফুল-এনগারাভার চেয়ে বেশ এগিয়ে মেহেদী। রংপুরের এই স্পিনার ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৮৩ হারে। অন্যদিকে, শরীফুল ৮.৩৬ হারে ও এনগারাভা ৮.৫০ হারে ওভারপ্রতি রান দিয়েছেন। ৯ উইকেট নিয়ে তালিকার চারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর। তার ইকোনমিও বেশ ঈর্ষণীয়, ৫.৮১। ৯ উইকেট নিয়েছেন পাকিস্তানি স্পিনার বিলাল খানও।