ভারতের লিগে সাবিনাদের বিপক্ষে সানজিদার গোল, তবুও হারল দল
প্রথমবারের মতো এই মৌসুমে ভারতের লিগে খেলতে গেছেন বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার। প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিপক্ষে তিনি গোল না পেলেও ড্র করেছে তার দল ইস্ট বেঙ্গল। তবে দ্বিতীয় ম্যাচে গোল করেও দলকে জেতাতে পারলেন না তিনি।
আজ সোমবার ইন্ডিয়ান উইমেন’স লিগে নিজেদের মাঠে কিকস্টার্ট এফসির বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়েছে সানজিদার ইস্ট বেঙ্গল। ব্যাঙ্গালুরু দল কিকস্টার্টে খেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা আক্তার।
কিকস্টার্টের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই খেলেন ২২ বছর বয়সী মিডফিল্ডার সানজিদা। তবে শুরুটা ভালো হয়নি ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অরুনা বাগের গোলে পিছিয়ে পড়ে তারা। ৩১তম মিনিটে সোনিয়া মারাক গোল করলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে ইস্ট বেঙ্গল।
তবে কলকাতার ক্লাবটিকে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরান সানজিদা। তবে সেই গোল করেও নিজেদের উজ্জ্বীবিত করতে পারেনি ইস্ট বেঙ্গল। ৫৫তম মিনিটে কিকস্টার্টের কারিশমা শিরভোইকারের গোলে আবারও খেই হারায় সানজিদার দল। কিকস্টার্টের হয়ে ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামেন সাবিনা। তবে গোলের দেখা পাননি বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে তার দল।