কেন একে একে বিপিএল ছাড়ছেন পাকিস্তানি তারকারা
বিপিএলের প্রায় প্রতি আসরেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে আধিক্য থাকে পাকিস্তানের খেলোয়াড়দের। এবারও তার ব্যতিক্রম নয়। বাবর আজম, মোহাম্মদ নওয়াজের মতো তারকারা দলকে জিতিয়েছেন দারুণ নৈপুণ্যে। তবে দারুণ ফর্মে থাকলেও একে একে বিপিএল ছাড়ছেন দেশটির ক্রিকেটাররা।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেটের বড় দুই নাম বাবর আজম (রংপুর রাইডার্স) ও মোহাম্মদ রিজওয়ান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) বিদায় জানিয়েছেন নিজ নিজ দলকে। স্বাভাবিকভাবেই তাদের অনুপস্থিতিতে কিছুটা হলেও রঙ হারাচ্ছে বিপিএল। তবে হঠাৎ কেন তাদের প্রস্থান, এটি নিয়ে স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে প্রশ্ন।
কারণটি অনেকটাই স্পষ্ট। পিসিবির নির্দেশে খেলোয়াড়রা ফিরে যাচ্ছেন পাকিস্তানে। আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে তার আগেও কিছুটা সময় আছে। এই বিষয়টি উল্লেখ করে পাকিস্তানের খেলোয়াড়রা এনওসি অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানোর আবেদনও করেছিলেন। তবে তাতে সাড়া দেয়নি পিসিবি।
পাকিস্তানের জাতীয় দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারের এনওসি শেষ হচ্ছে এই সপ্তাহেই। বাকিদের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। শুধু একজন খেলোয়াড় খেলতে পারবেন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে, শুধু বিপিএলই নয়, পাকিস্তানের ক্রিকেটারদের ফিরতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকেও। সেখানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহীন আফ্রিদিসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলে থাকেন।
এদিকে, পিসিবির এমন সিদ্ধান্তে হতাশ বেশ কিছু ক্রিকেটার। কারণ, জাতীয় দলে খেলেন না এমন কিছু ক্রিকেটারকেও ফিরে যেতে হবে পিএসএল শুরুর অনেক সময় আগে। অথচ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিমদের মতো অনেকে নির্ভর করেন শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ওপরই।