ব্যর্থ বিপিএল মিশন শেষে টেস্টে নেমে সেঞ্চুরি ইব্রাহিমের
১৬ বলে ১২ ও ১৬ বলে ১১; বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ইব্রাহিম জাদরানের দুই ইনিংস। ব্যাটিংয়ে ব্যর্থ এই মিশন শেষে জাতীয় দল আফগানিস্তানের দায়িত্ব সামলাতে শ্রীলংকা ছুটে গেছেন তিনি। তবে লাল বলে সফল হয়েছেন এই ওপেনার। শ্রীলংকার বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন ইব্রাহিম।
প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৯৮ রানেই অলআউট হয়েছিল আফগানিস্তান। আর নিজেদের প্রথম ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের ৪৩৯ রানের বিশাল সংগ্রহ গড়ে লংকানরা। অর্থাৎ, লংকানদের চেয়ে প্রথম ইনিংসে ২৪১ রান পিছিয়ে থাকে আফগানরা।
তবে প্রথম ইনিংসের মতো ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় ইনিংসে দেখায়নি আফগানিস্তান। ওপেনিংয়ে নুর আলী জাদরানের সঙ্গে মাটি কামড়ে পড়ে থাকেন ইব্রাহিম। দুজনে মিলে গড়েন ১০৬ রানের বড় জুটি। ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে বিদায় নেন এই ম্যাচেই অভিষিক্ত নুর। ১৩৬ বলে স্ট্রাইকরেট ৩৫ রানেরও কম রেখে এই রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটেও দৃঢ়তা দেখান আফগান ব্যাটাররা। এবার রহমত শাহকে নিয়ে অপরাজিত ৯৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন ইব্রাহিম। শেষ পর্যন্ত ২১৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম। ১১টি চারের মাধ্যমে নিজের ইনিংস সাজান তিনি। আরেক প্রান্তে রহমত অপরাজিত থাকেন ৪৬ রানে।
টেস্ট ক্যারিয়ারে এটিই ইব্রাহিমের প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে সফল হলেও প্রথম ইনিংসে ঝলক দেখাতে পারেননি তিনি। কোনো রান করার আগেই ধরতে হয়েছিল প্যাভিলিয়নের পথ।