জাভি-লাপোর্তার মতো নিজেকে ‘নিচে’ নামাতে পারবেন না আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭
শেয়ার :
জাভি-লাপোর্তার মতো নিজেকে ‘নিচে’ নামাতে পারবেন না আনচেলত্তি

কয়েকদিন আগেই বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ ও হুয়ান লাপোর্তা অভিযোগ করেছিলেন, লা লিগার রেফারিদের প্রভাবিত করছে রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তবে নিজেকে জাভি ও লাপোর্তার পর্যায়ে নামাতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। 

দুইটি ঘটনা সামনে আনলে প্রেক্ষাপট আরও স্পষ্ট হবে। এই মৌসুমে ম্যাচের আগে ও পরে রেফারির ভুল তুলে ধরে ভিডিও প্রচার করছে রিয়াল মাদ্রিদ টিভি। অন্যদিকে, বার্সেলোনার বিরুদ্ধে অর্থের বিনিময়ে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ আছে। সেই ঘটনায় চলছে তদন্তও। ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা। এই ব্যক্তির কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে বার্সেলোনা ৭৩ লাখ ইউরো দিয়েছে বলে অভিযোগ আছে। 

গত শুক্রবার এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘নেগরেইরার মামলা নিয়ে ভালো আচরণ করেনি রিয়াল মাদ্রিদ।’ এছাড়া রিয়াল মাদ্রিদের ভিডিওগুলো লজ্জাজনক বলেও উল্লেখ করেছেন তিনি। বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। 

ক্লাব সভাপতির মন্তব্যকে সমর্থন জানিয়েছেন কোচ জাভিও। তিনি বলেন, ‘ক্লাব সভাপতির কথা আমি একশ ভাগ সমর্থন করি। (রিয়াল মাদ্রিদ টিভির ভিডিওগুলো) প্রতি সপ্তাহে প্রতিযোগিতাটিকে (লা লিগা) সম্পূর্ণভাবে প্রভাবিত করছে। এটি যে কেউ বুঝতে পারবে।’

জাভির সমালোচনার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি একজন পেশাদার এবং এমন অবস্থানে এসে, স্প্যানিশ ফুটবলের প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে ওই পর্যায়ে নামাতে পারব না। এই বিষয়ে দয়া করে আর প্রশ্ন করবেন না। আমি ওই পর্যায়ে নামতে পারব না। পেশাদাররা ওই পর্যায়ে নামতে পারে না।’ লাপোর্তার মন্তব্যের বিষয়েও একই কথা বলেন আনচেলত্তি।