দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরাট-আনুশকা

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫
শেয়ার :
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরাট-আনুশকা

গুঞ্জনটা আগেই ছিল। এবার সেই গুঞ্জনে মুখ খুললেন বিরাট কোহলির বন্ধু এবি ডি’ভিলিয়ার্স। কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাবেক সতীর্থ ডি ভিলিয়ার্স জানিয়ে দিলেন, বিরাট ও অনুশকার ঘরে নতুন অতিথি আসছে। সেই কারণেই পরিবারের সঙ্গে সময় কাটাতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন কোহলি।

ডি ভিলিয়ার্স একটি ইউটিউব ভিডিওতে বিরাটকে নিয়ে প্রশ্নের জবাবে এমনটি জানান। তিনি বলেন, ‘আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’

এরপর গোপন খবর ফাঁস করে দেন ডি ভিলিয়ার্স, ‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।’

কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টের দলে নেই। সিরিজ শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। তিনি কেন টেস্ট খেলবেন না তার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয়। ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

এরপরই বিরুশ্কার দ্বিতীয় সন্তান হওয়ার জল্পনা আরও বেড়েছিল। তাতে এবার সিলমোহর দিলেন ডি ভিলিয়ার্স। যদিও এই বিষয়ে বিরাট বা অনুশকা এখনও কিছু জানাননি।