পাকিস্তানকে অল্প রানে আটকে যে সমীকরণের সামনে বাংলাদেশ
বোলারদের দাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তানকে ১৫৫ রানে বেঁধে দিয়েছে বাংলাদেশ। আসরের সেমিফাইনালে যেতে হলে এই রান ৩৮.১ ওভারের মধ্যে করতে হবে টাইগারদের যুবাদের।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। যেখানে ব্যাটিংয়ে নেমে রোহনাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবনের অন্যবদ্য বোলিংয়ে ৪০.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান যুবারা।
পাকিস্তান এদিন উদ্বোধনী জুটিতে ৮.৪ ওভারে ৩৭ রান তোলে। এরপর বর্ষণের শিকার হয়ে ব্যক্তিগত ১৯ রানে মাঠ ছাড়েন ওপেনার শ্যামাল হুসাইন। আরেক ওপেনার শাহজাইব খানকে ২৬ রানে ফেরান জীবন। এরপরই পাকিস্তান শিবিরে এই দুই বোলার ধস নামান। শেষ দিকে আরাফাত মিনহাসের ৩৪ রানে ভর করে পাকিস্তান কোনো মতে দেড়শ রান পার করে।
বর্ষণ ৮ ওভারে ২৪ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। আর জীবন ১০ ওভারে একই রানে ৪টি উইকেট পান