একটি লেবুর দাম ২ লাখ টাকা
পণ্যের দাম নিয়ে বর্তমানে প্রতিযোগিতা চলছে। তার পরও একটা সাধারণ লেবুর দাম সর্বোচ্চ কত হতে পারে? আকারভেদে বড়জোর ২০ থেকে ৩০ টাকা। একটি লেবুর দাম যখন প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকায় (১ হাজার ৭৮০ মার্কিন ডলার) বিক্রি হয়, তখন তা বিস্ময় লাগে আর কি। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের শর্পশায়ার
শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামের নিলামকারী প্রতিষ্ঠান একটি লেবু নিলামে বিক্রি করেছে ওই দামে। তবে দাম যতটা বিস্ময় সৃষ্টি করেছে তার চেয়ে বেশি বিস্ময়ের জন্ম দিয়েছে ওই লেবুর বয়স। ২৮৫ বছরের পুরনো! এ লেবুটি পড়ে ছিল আলমারির ড্রয়ারের এক কোনায়।
নিলামকারী প্রতিষ্ঠান ব্রিটেলস জানায়, শর্পশায়ারের এক ব্যক্তির কাছে উনিশ শতকের একটি আলমারি ছিল। এ আলমারিটি তার প্রয়াত চাচার। পুরনো আলমারিটি নিলামে তোলার জন্য বিশেষজ্ঞ আলোকচিত্রী দিয়ে এর ছবি তুলছিলেন তিনি। এ সময় ওই আলমারির ড্রয়ারে একটি শুকনা লেবু দেখতে পান তারা।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
ব্রিটেলস থেকে আরও জানানো হয়, এ সময় ওই লেবুর গায়ে একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘লেবুটি ১৭৩৯ সালের ৪ নভেম্বর মি. পি লু ফ্রানচিনির পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেওয়া হলো।’ অর্থাৎ তারা হিসাব করে দেখেন, লেবুটি অনেক দিন ধরেই আলমারির ড্রয়ারে পড়ে আছে। এরপর পরিবারের পক্ষ থেকে ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত হয়।
২৮৫ বছরের পুরনো লেবুটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহও দেখা গেছে ব্যাপক। নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবাক করে নিলামে এর দাম ওঠে ১ হাজার ৭৮০ মার্কিন ডলার। তবে আলমারি নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। এর দাম ওঠে ৪ হাজার ৪০০ টাকা (৪০ ডলার) মাত্র।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম