অভিষিক্ত বার্টলেটের দুর্ধর্ষ বোলিংয়ে উইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩
শেয়ার :
অভিষিক্ত বার্টলেটের দুর্ধর্ষ বোলিংয়ে উইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ফলাফলটা প্রত্যাশিতই ছিল। টেস্ট সিরিজের শেষ ম্যাচে শামার জোসেফের বীরত্বে ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস রচনা করলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। বড় দলের মতোই জয় তুলে নিয়েছে স্টিভেন স্মিথের দল। প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যমাত্রা ২৩২-এ পৌঁছেছে ৮ উইকেট ও ৬৯ বল হাতে রেখেই। 

বল হাতে এদিন দুর্ধর্ষ রূপ দেখান অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার জাভিয়ের বার্টলেট। ৯ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনিই। অভিষেকে কোনো অস্ট্রেলিয়ানের এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। 

মেলবোর্নে টস জিতে এদিন প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং পাঠায় অস্ট্রেলিয়া। ৫৯ রানের মধ্যেই প্রথম ৪ উইকেট হারায় দলটি। এর মধ্যে তিনটিই শিকার করেন বার্টলেট। পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়েন কেসি কার্টি ও রোস্টন চেজ। ১৬৯ রানের মাথায় ফেরেন চেজ। ৬৭ বলে ৫৯ রান করেন তিনি। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভার ৪ বলে ২৩১ রানে অলআউট হয় উইন্ডিজরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন কার্টি। 

জবাব দিতে নেমে প্রথম ওভারেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। এরপর ব্যাটে ঝড় তোলেন জস ইংলিস। দলীয় ৮৩ রানের মাথায় থামেন তিনি। এরই মধ্যে ৪৩ বলে করে ফেলেন ৬৫ রান। ১০টি চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। 

এরপর জুটি গড়েন ক্যামেরন গ্রিন ও অধিনায়ক স্টিভেন স্মিথ। দলকে বিপদমুক্ত রেখেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা। ১০৪ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন গ্রিন। তবে বেশ আক্রমণাত্মক ছিলেন স্মিথ। ৭৯ বলে ৮ চারে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।