শরিফুলের তোপ সামলে মিঠুনের ফিফটি, সিলেটের লড়াকু পুঁজি
দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের পেস বোলিংয়ে রীতিমতো কাঁপছিল সিলেট স্ট্রাইকার্স। ১৩ রানের মধ্যেই সিলেটের ৩ উইকেট একাই তুলে নিয়েছিলেন শরিফুল। সেখান থেকে দারুণ ব্যাটিং করেন মাশরাফি বিন মুর্তজার জায়গায় দলটির অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ মিথুন। ৪৬ বলে তার ৫৯ রানের ইনিংসেই ১৪২ রানের লড়াকু পুঁজি পায় সিলেট।
ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ঢাকা। ১৩ রানের মধ্যে একে একে বিদায় নেন শামসুর রহমান, নাজমুল হোসাইন শান্ত ও জাকির হাসান। এরপর বর্ষীয়ান ক্রিকেটার সামিত প্যাটেলকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিথুন। চতুর্থ উইকেটে আসে ৫৭ রানের জুটি। ৩২ বলে ৩২ রান করে আরাফাত সানির বলে ফেরেন সামিত। দলের সঙ্গে আর ৩ রান যোগ হতে ফেরেন রায়ান বার্লও।
এরপর বেনি হাওয়েল, ও আরিফুল হককে নিয়ে ছোট ছোট জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন মিথুন। ১০৪ রানে হাওয়েলের বিদায়ের পর ১৩১ রানে ফেরেন আরিফুল। ৯ বলে ৩ ছক্কায় ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন আরিফুল। ১৩৬ রানে ফেরেন মিথুনও। এরই মধ্যে খেলে ফেলেন ৪৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৯ রানের ঝলমলে ইনিংসটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করতে পারে সিলেট।
ঢাকার হয়ে প্রথম দুই ওভারেই ৩ উইকেট নেওয়া শরিফুল ইনিংসে শিকার করেন ৪ উইকেট। ৪ ওভারে ২৪ রান খরচ করেন তিনি। সমান সংখ্যক ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন আরাফাত সানি। ১৯ রান দিয়ে এক উইকেট শিকার তাসকিন আহমেদের।