ভিনিসিয়ুসের বাজে দিনে হোসেলু ম্যাজিক, শীর্ষে রিয়াল
একাধিক সুযোগ পেয়েও জালের দেখা পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে চমক দেখিয়েছেন ৩৩ বছর বয়সী হোসেলু। তার জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বৃহস্পতিবার রাতে প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় রিয়াল। যদিও ম্যাচের ১২তম মিনিটে দারুণ একটি সুযোপ পেয়েও নষ্ট করেন ভিনিসিয়ুস। গোলরক্ষককে একা পেয়েও সরাসরি তার দিকেই শট মারেন এই ব্রাজিলিয়ান।
তবে দুই মিনিট পরই গোলের দেখা পায় রিয়াল। লুকাস ভাসকেসের ক্রসে জোরাল হেডে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী হোসেলু। ৩৯ মিনিটে আরেকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই খেলোয়াড়। ওই এক গোল নিয়েই প্রথমার্ধ শেষে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরার সম্ভাবনা জাগিয়েছিল গেতাফে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে গেতাফেতে খেলতে যাওয়া ম্যাসন গ্রিনউডের শট পোস্টে লাগে। ৫৬তম মিনিটেই দলের ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু।
৬২তম মিনিটে গোলের দারুণ একটি সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস। সুযোগ এসেছিল ৬৯তম মিনিটেও। তবে এবারও গোল পাননি এই ব্রাজিলিয়ান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়েই ম্যাচ শেষ হয়।
২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের বর্তমান পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। এছাড়া ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ ও চারে বার্সেলোনা। গেতাফে আছে ১০ নম্বরে।