খাবারের সন্ধানে খ্রিস্টান মিশনে বন্যহাতির তাণ্ডব

শেরপুরের নালিতাবাড়ী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শেয়ার :
খাবারের সন্ধানে খ্রিস্টান মিশনে বন্যহাতির তাণ্ডব

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে বসতবাড়ি তছনছ করেছে। বুধবার রাতে বারমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লী ও ডালুকেনা গ্রামে এ তাণ্ডব চালায় বন্যহাতির দল।

গ্রামবাসী ও ভুক্তভোগীরা জানান, ক্ষুধার্ত ২০-২৫টি বন্যহাতি রাত ১২টার দিকে বারমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে ঢুকে পড়ে। হাতির দলটি কলাবাগানের কলাগাছ খেয়ে সাবাড় করে। ধর্মপল্লীর লোকজন চিৎকার করে, পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ায়। পরে ওই হাতির দলটি শেষরাতের দিকে পাশের ডালুকোনা গ্রামে তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

মিতালি ঘাগড়ার একটি বসতঘর ও রান্নাঘর ভেঙে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির দল।

বারমারী খ্রিস্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন কম্পাউন্ডে ঢুকে কলাবাগানের কলাগাছ খেয়েছে। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতিগুলো মাঝে মধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বন্যহাতির জন্য সরকারের স্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হাতির তাণ্ডব থেকে বাঁচতে এলাকাবাসীর বন বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবাইকে সচেতন হয়ে সতর্ক থাকতে হবে। বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে বন্যহাতিকে বাঁচাতে ও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে বন বিভাগ।