‘টুয়েলভথ ফেল’ সিনেমার পরিচালকের ছেলের ব্যাটে অনন্য কীর্তি
বলিউডে সম্প্রতি বক্স অফিসে ঝড় তুলেছে বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমা ‘টুয়েলভথ ফেইল’। এছাড়া রাজকুমার হিরানি পরিচালিত মুন্না ভাই সিরিজ, থ্রি ইডিয়টস, পিকে ও সাঞ্জুর মতো সিনেমাগুলোর প্রযোজনা করেও দারুণ খ্যাতি অর্জন করেছেন বিনোদ। তবে তার ছেলে অগ্নি চোপড়া বাবার পথে হাঁটেননি। বেছে নিয়েছেন ক্রিকেট। তাতে সফলও বেশ। গড়েছেন অনন্য এক কীর্তি।
রঞ্জি ট্রফির প্লেট লিগে মিজোরামের হয়ে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন অগ্নি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর টানা সেঞ্চুরির রেকর্ড এটি। সবমিলিয়ে শেষ ৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি তার।
গত মাসে সিকিমের বিপক্ষে অভিষেক হয় অগ্নির। অভিষেকেই খেলেন ১৬৬ রানের ইনিংস। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তবে আটকে যান ৯২ রানের মাথায়। পরের ৩ ম্যাচের ৬ ইনিংসে তার রান- ১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪ ও ১৫।
মিজোরামের হয়ে খেললেও অগ্নি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন মুম্বাইয়ের হয়ে। তবে মুম্বাইয়ে জায়গা পাওয়া কঠিন বলেই কোচের পরামর্শে মিজোরামের হয়ে খেলা শুরু করেন। ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলে শীর্ষ ৩২টি দল। বাকি ৬টি দল খেলে দ্বিতীয় সারির প্লেট লিগে। মিজোরামকে ফাইনালে তুলতে চান অগ্নি। তাহলে মূল রঞ্জি ট্রফিতে খেলতে পারবে তার দল। অগ্নির বাবা সিনেমার পরিচালক, মাও সিনেমারই লোক। ভারতের জনপ্রিয় সিনেমা সমালোচক অনুপমা চোপড়া তার মা। ‘ফিল্ম কম্প্যানিয়ন’ নামে তার একটি ‘শো’ ব্যাপক জনপ্রিয়। সিনেমা পছন্দ করলেও এর প্রতি তেমন আগ্রহ নেই অগ্নির।
তিনি বলেন, ‘আমি কখনোই সিনেমা নিয়ে আগ্রহী ছিলাম না। দেখতে ভালোবাসি, উপভোগও করি। তবে এ নিয়ে আমার আবেগ কাজ করেনি কখনোই।..‘আমার বাবা আমাকে ও আমার বোনকে ছোটবেলা থেকেই তার বাবার একটি কথা বলতেন- যদি তুমি রাস্তায় বসে জুতো সেলাই করতেও চাও, তবে তুমি ওই রাস্তার সেরা মুচি হও।’