আলোচিত বশিরকে নিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২
শেয়ার :
আলোচিত বশিরকে নিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা ইংল্যান্ডের

প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকেও হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ২৮ রানের অবিশ্বাস্য জয় পেয়েছিল ইংল্যান্ড। ভিশাখাপত্তনমে আগামীকাল শুক্রবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ৫ ম্যাচের সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড। 

প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। দলে ঢুকেছেন আলোচিত লেগ স্পিনার শোয়েব বশির। এটিই হতে যাচ্ছে তার অভিষেক ম্যাচ ভারতের ভিসা না পাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। যেটি নিয়ে চারদিকে শুরু হয় আলোচনা-সমালোচনা। দলে জায়গা হয়েছে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনেরও। 

এই দুই ক্রিকেটারকে জায়গা দিতে সরতে হয়েছে স্পিনার জ্যাক লিচ ও পেসার মার্ক উডকে। লিচকে অবশ্য বাদ দেওয়া হয়নি। ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দলের বাইরে তিনি। প্রথম টেস্টে তার পারফর‌ম্যান্স মন্দ ছিল না। 

ইংল্যান্ডের একাদশ

জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।