পাকিস্তানকে টপকে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
নেপালকে গতকাল বড় ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের গ্রুপ ‘১’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এখন দেখার অপেক্ষা, বাকি দল হিসেবে এই গ্রুপ থেকে পাকিস্তান না বাংলাদেশ শেষ চারে ওঠে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। গতকাল নেপালকে ১৪৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই উড়িয়ে দিয়েছে।
বর্তমানে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে বাংলাদেশ। আর পাকিস্তান সবগুলো ম্যাচে জয় নিয়ে আছে দুইয়ে। রান রেটেও কিছুটা সুবিধাজনক জায়গায় তারা। সুপার সিক্সে শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ। এই ম্যাচের ওপরই নির্ভর করছে কারা উঠবে সেমিফাইনালে।
নেপালের বিপক্ষে জয় পেয়ে রান রেটে বেশ ইতিবাচক পরিবর্তন এনেছে বাংলাদেশ। কালকের সেই ম্যাচের আগে তবে বাংলাদেশের নেট রানরেট ছিল -০.৬৬৭। কিন্তু নেপালের বিপক্ষে জয়ের পর তা দাঁড়িয়েছে ০.৩৪৮। নেপালের মতো পাকিস্তানের বিপক্ষেও বড় জয় পেতে হবে বাংলাদেশকে। কারণ এখনও পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪।
নেট রানরেটে পাকিস্তানকে পেছনে ফেলতে হলে বেশ কিছু সমীকরণ মাথায় নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে এবং ২৫০ বা তার কম রান করে তাহলে পাকিস্তানকে কমপক্ষে ৫০ রানে হারাতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের রানরেট ০.০০১ বেশি হবে।
আর বাংলাদেশ যদি ২৫০-এর বেশি রান করে তাহলে জয়ের ব্যবধান আরেকটু বাড়বে। ২৬০ করলে পাকিস্তানকে আটকাতে হবে ২০৯ রানে, ৩০০ করলে আটকাতে হবে ২৪৯ রানের মধ্যে।
তবে পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশ একটু কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে। পাকিস্তান ৩০০ রান করলে বাংলাদেশকে জিততে হবে ৩৯.৩ ওভারে। ২৫০ রান করলে ৩৯ ওভারে এবং ২০০ রান করলে জিততে হবে ৩৮.৪ ওভারের মধ্যে।