নতুন পোস্টে কীসের বার্তা দিলেন সানিয়া?
শোয়েব মালিক তৃতীয় বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেও সানিয়া মির্জার যেন কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। সানিয়ার পরিবার অবশ্য তার পক্ষ থেকে শোয়েবের তৃতীয় বিয়েতে শুভেচ্ছা জানায়। তবে নীরবেই ছিলেন ভারতীয় টেনিস তারকা।
অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়া একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে খোলামেলা কিছু না বললেও তা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।
পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে ভারতে ফিরে এসেছেন সানিয়া। গত সপ্তাহ পর্যন্ত ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্যের কাজে। কয়েক দিন আগে জানিয়েছিলেন, বাবার নতুন বিয়ের কথা শুনে মানসিক ভাবে বিপর্যস্ত ইজহান। কিন্তু তিনি কেমন আছেন?
গতকাল ইনস্টাগ্রামে সানিয়া কয়েকটি ছবি আপলোড করেন। যেখানে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে দেখা যায় তাকে। সঙ্গে যা লিখেছেন, তার অর্থ, ‘সব কিছুই সম্ভব’। তবে সানিয়ার হাসিখুশি ছবি দেখে আশ্বস্ত তার অনুরাগীরাও।
তার এই পোস্টের পর অনেকের ধারণা, সানিয়াও হয়তো আবার বিয়ে করবেন। নতুন সংসার পাতবেন কারও সঙ্গে। অনেকে তার সাহসী পদক্ষেপকে কুর্নিশ করেছেন। একজন লিখেছেন, ‘আপনি ঠিক সেই কাজটাই করছেন, যেটা এক জন অসৎ মানুষের সঙ্গে করা উচিত।’ আর এক জন আবার লিখেছেন, ‘ঠিকই বলেছেন। চাইলে সব কিছুই সম্ভব।’ সানিয়ার হাসিখুশি ছবিতে শুধু ভালবাসার ইমোজি দিয়েও পাশে থেকেছেন ভক্তরা।