তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক তৃতীয়বার বিয়ে করেছেন। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। বিয়ে করে ছবি প্রকাশ করেন এই ক্রিকেটার।
গত কয়েক মাস ধরে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন বিয়ের খবর জানান শোয়েব। যেখানে আয়েশা সিদ্দিকি ও সানিয়া পর এবার সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বাধলেন তিনি।
শোয়েবের এই বিয়ের খবর সামনে আসতেই অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছিল। তবে সমালোচনার ঝড় উঠলেও এই বিষয়ে মুখ খোলেননি শোয়েব।
অবশেষে সকলকে চমকে দিয়ে, সেই বিষয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেটার। এক ইন্টারভিউতে শোয়েব জানান, ‘আপনার মন যা চায় সেটিই করা উচিত। লোকে কী মনে করবে সেসব ভাবার কোনো প্রয়োজন নেই। লোকে কী বলবে তাতে কর্ণপাত না করে আপনি আপনার কাজ করুন। এতে আপনার ১০ বছর লাগুক আর ২০ বছর লাগুক।‘
এর আগে শোয়েব-সানিয়া ২০১০ সালে বিয়ে করেন। শোয়েব মালিক কে ভারতের হায়দ্রাবাদে বিয়ে করেছিলেন সানিয়া। ২০১৮ সালে তাদের সংসারে পুত্রসন্তান আসে। গত বছর বিচ্ছেদ হয় তাদের। সানিয়াকে বিয়ের আগে আয়েশা নামক এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে যুক্ত ছিলেন শোয়েব। পরে তার সঙ্গেও বিচ্ছেদ হয়।