আবারও এশিয়ান ক্রিকেটের দায়িত্বে ভারতের জয় শাহ, পাপনের বার্তা

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ১৬:৩৭
শেয়ার :
আবারও এশিয়ান ক্রিকেটের দায়িত্বে ভারতের জয় শাহ, পাপনের বার্তা

টানা তৃতীয়বারের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। আজ বুধবার নতুন করে নিয়োগ পান তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালে এসিসির প্রেসিডেন্ট হিসেবে আসেন জয় শাহ। এর পর থেকেই দায়িত্ব পালন করে আসছেন তিনি। শ্রীলংকা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভার জয়কে আবারও নিয়োগের প্রস্তাব দেন। আজ ইন্দোনেশিয়ার বালিতে সাধারণ সভায় সবাই তার প্রস্তাবে সমর্থন জানান। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

জয় শাহর আমলে এসিসি ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে ও ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ আয়োজন করে। এবার দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবারও আস্থা রাখায় এসিসি বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। খেলাধুলার সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।...এশিয়াজুড়ে ক্রিকেটের দেখাশোনায় এসিসি প্রতিশ্রুতিবদ্ধ।’

শাম্মি সিলভা বলেন, ‘শাহের (জয়) নির্দেশনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো ক্রিকেটিং পাওয়ার হাউসে নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং প্রচারে সহায়ক ভূমিকা পালন করেছে এসিসি।’ জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন ওমান ক্রিকেটের চেয়ারম্যান ও এসিসির ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ খিমজিও। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুনরায় দায়িত্ব নেওয়ায় জয় শাহকে স্বাগত জানিয়েছেন নাজমুল হাসান পাপনও। ক্রিকেট উন্নয়নের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসিসির সঙ্গে সবার সহযোগিতার উপর জোর দিয়ে পাপন আশা প্রকাশ করেন, শাহের নেতৃত্বে এশিয়ায় ক্রিকেটের উন্নতি অব্যাহত থাকবে।