আবারও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়, ফাইনালে প্রতিপক্ষ শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪, ১৫:৪৫
শেয়ার :
আবারও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়, ফাইনালে প্রতিপক্ষ শ্রীলংকা

শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে হওয়া চলমান নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার তারা গ্রুপর্বে দ্বিতীয়বারের মতো হারিয়েছে পাকিস্তানের নারীদের। 

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল নিয়মরক্ষার। কারণ, আগেই টানা তিন ম্যাচে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এমন ম্যাচে পাকিস্তানকে ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী ২ ফেব্রুয়ারির ফাইনালে বাংলাদেশ লড়বে শ্রীলংকার বিপক্ষে। 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে পাকিস্তানের মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৫ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের বড় জুটি গড়েন সুমাইয়া আফসার ও আরিসা আনসারি। যদিও টি-টোয়েন্টির হিসেবে সেটি ছিল অত্যন্ত ধীরগতির ৮৯ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে বিদায় নেন সুমাইয়া। 

দলের সঙ্গে আর ২ রান যোগ হতে ফেরেন আরিসাও (২৬)। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্কের দেখা পাননি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তানের মেয়েরা। 

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটশিকারী রাবেয়া খাতুন। ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। বাকি তিনটিই ছিল রানআউট।

৯৬ রানের ছোট এই লক্ষ্যের জবাবে ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর চোট ছোট জুটিতে এগোতে থাকে টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ৪ উইকেট ও ১৮ বল বাকি থাকতেই পৌঁছে যায় জয়ের বন্দরে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক সুমাইয়ার ব্যাট থেকে। 

গত ২৪ জানুয়ারি ত্রিদেশীয় এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশের মেয়েরা। টানা চতুর্থ জয়ে গ্রুপপর্বে অপরাজিতই থাকল বাংলাদেশ। এবার চ্যালেঞ্জ ফাইনাল জয়ের। গ্রুপপর্বে পাকিস্তান কোনো ম্যাচেই জিততে পারেনি। মাত্র ১টি জয়েই ফাইনালে পৌঁছেছে শ্রীলংকা।