প্রধানমন্ত্রীর হাতে কাবা শরিফের গিলাফ তুলে দিলেন ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
প্রধানমন্ত্রীর হাতে কাবা শরিফের গিলাফ তুলে দিলেন ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পবিত্র কাবা শরিফের গিলাফ তুলে দিয়েছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শেখ হাসিনার হাতে পবিত্র কাবা শরিফের গিলাফ তুলে দেন ধর্মমন্ত্রী। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ‘২০২৩ সালে প্রণীত আইনসমূহ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।