৩৯ রানের মধ্যে ৯ উইকেট হারানো ঢাকার ছোট পুঁজি
৯ ওভারের মধ্যেই বিনা উইকেটে ৭৫ রান তুলে ফেলেছিল দুর্দান্ত ঢাকা। এমন অবস্থানে থেকেও খুলনা টাইগার্সের বিপক্ষে ১৩০ রানের বেশি করতে পারেনি দলটি। শেষ উইকেটে অপরাজিত ১৬ রানের জুটি না হলে এই রানে পৌঁছানোও সম্ভব ছিল না। ৭৫ থেকে ১১৪; মাত্র ৩৯ রানের মধ্যেই ৯ উইকেট হারানোয় এমন বেহাল দশা ঢাকার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এদিন ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতারই প্রমাণ দিচ্ছিলেন দুই ওপেনার নাঈম শেখ ও সাইম আইয়ুব। একপ্রান্তে সাইম কিছুটা রক্ষণাত্মক থাকলেও শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন নাঈম। ওপেনিং জুটিতে ৭৫ রান করার পর আউট হন নাঈম। ২১ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৪১ রান আসে তার ব্যাট থেকে।
নাঈমের বিদায়েরর পর থেকেই শুরু হয় মড়ক। ৭৭ রানের মাথায় ফেরেন সাইমও (৩৫)। এরপর একে একে বিদায় নেন গুলবাদিন নাইব, এসএম মেহরব, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, উসমান কাদিররা। এর মাঝে ১৪ বলে ২১ রান করে ১১৪ রানের মাথায় বিদায় নেন অ্যালেক্স রসও। তবে শেষ উইকেটে দৃঢ়তা দেখান আরাফাত সানি ও শরিফুল ইসলাম। দশম উইকেটে ১৬ রান যোগ তো করেনই দলকে বাঁচান অলআউটের হাত থেকে।
বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন খুলনার পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উজ্জ্বল আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিমও। পেসার মুকিদুল ইসলামও ২ উইকেট নেন।