ছেলে ভারতের বড় তারকা হলেও বাবা ছাড়েননি আগের পেশা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৪, ১৫:৫৮
শেয়ার :
ছেলে ভারতের বড় তারকা হলেও বাবা ছাড়েননি আগের পেশা

ভারতের ক্রিকেটার রিংকু সিং প্রথম আলোচনায় এসেছিলেন গত বছরের আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট লায়ন্সের বোলার যশ দেয়ালের করা ইনিংসের শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে। অসাধারণ সেই পারফরম্যান্সের পর ভারতের জাতীয় দলেও সুযোগ পেয়ে যান রিংকু। 

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এখনো পর্যন্ত ১৫ ম্যাচ ও ১১ ইনিংসে মাঠে নামেন রিংকু। এখনো পর্যন্ত ৮৯ গড়ে ৩৫৬ রান করেছেন তিনি, স্ট্রাইকরেটও ঈর্ষণীয়, ১৭৬। আছে দুইটি অর্ধশতকও। দুরন্ত এই পারফরম্যান্সে ভারতীয় ক্রিকেট ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও এখন আলোচনায় রিংকু।

তবে ছেলে এমন তারকাখ্যাতি পেলেও রিংকুর বাবা খানচাঁদ সিং তার আগের পেশা ছাড়েননি। বাড়িতে বাড়িতে এলপিজি গ্যাস সরবরাহ করতেন তিনি, এখনো চালিয়ে যাচ্ছেন সেটি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাজ্যটির আলিগরে তার বাবা ছোট একটি ট্রাকে এলপিজি গ্যাস উঠাচ্ছেন। 

ভিডিওটি ভাইরাল হওয়ার আগে একবার রিংকু জানিয়েছিলেন, তার সাফল্য সত্ত্বেও তার বাবা আগের পেশা ছাড়তে চাননি। রিংকু বলেছিলেন, ‘আমি আমার বাবাকে আয়েশ করতে বলেছিলাম যেহেতু আমরা তার খরচ বহন করতে ভালোভাবেই সক্ষম। কিন্তু সে এখনও তা (সিলিন্ডার সরবরাহ) করে এবং তার কাজকে ভালবাসে। যদি কেউ সারাজীবন ধরে কাজ করেই আসে, তাহলে সে না চাইলে তাকে থামানো কঠিন।’

উত্তর প্রদেশের আলিগড়ে জন্ম নেওয়া রিংকুকে ২০২৪ সালের আইপিএলেও ৫৫ লাখ রুপিতে ধরে রেখেছে কলকাতা। ২০১৮ সালে তাকে প্রথম দলে নিয়েছিল কলকাতা। সেই মৌসুমে তেমন কিছু করে দেখাতে না তার সামর্থ্যে আস্থা রাখে দলটি। ২০১৯ সালেও তাকে ধরে রাখে দলটি। আর গত বছর তো বিশ্বকে তাকই লাগিয়ে দিলেন।