দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৪, ১৯:৩৫
শেয়ার :
দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার

প্রথম দুই সেটে দানিল মেদভেদেভের বিপক্ষে তেমন প্রতিরোধই গড়তে পারলেন না ইয়ানিস সিনার। এর পর থেকেই সিনারের ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। পরের তিন সেটে প্রতিপক্ষকে বিবর্ণ করে জয় তুলে নেন ইতালিয়ান এই টেনিস তারকা। এই প্রথম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন তিনি। 

আজ রবিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এবং আগে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট মেদভেদেভের মুখোমুখি হন অনভিজ্ঞ সিনার। প্রথম দুই সেটে হেরে যান ৩-৬, ৩-৬ গেমে। তবে শেষ পর্যন্ত পৌনে চার ঘণ্টা লড়াই করে সিনারের জয় ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতালিয়ানদের একটি আক্ষেপও মেটালেন সিনার। ২২ বছর বয়সী এই তারকার আগে গ্র্যান্ড স্লামে সর্বশেষ কোনো ইতালিয়ান জিতেছিলেন ৪৮ বছর আগে। ১৯৭৬ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন আদ্রিয়ানো পানাত্তা। 

আজকের আগে গ্র্যান্ড স্লামে সিনারের সর্বোচ্চ সাফল্য ছিল উইম্বলডনের সেমিফাইনাল। গত বছরের সেই সেমিতে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছিলেন সিনার। এবার জোকোভিচকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ইতালিয়ান এই তারকা।