অস্ট্রেলিয়ান ওপেন জিতে সাবালেঙ্কার অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৪, ১৮:৩৪
শেয়ার :
অস্ট্রেলিয়ান ওপেন জিতে সাবালেঙ্কার অনন্য কীর্তি

জং চিংওয়ান উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের মুকুট ধরে রাখলেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালের মঞ্চে ৬-৩, ৬-২ গেমে জিতেছেন বেলারুশের তারকা। এই শিরোপা জিততে অনন্য এক কীর্তি গড়েছেন সাবালেঙ্কা।

শনিবার নারী এককের ফাইনালে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মুখোমুখি হয় সাবালেঙ্কা ও চীনের জং চিংওয়ান। তবে সাবালেঙ্কার দাপুটে পারফরম্যান্সে সোয়া এক ঘণ্টাতেই শেষ হয়ে যায় লড়াই।

এ নিয়ে ২০১৩ সালের পর প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার কীর্তি গড়লেন সাবালেঙ্কা। সবশেষ এই কীর্তি গড়েছিলেন সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি ২০১২ ও ২০১৩ সালে এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

এছাড়া আরেকটি অসাধারণ কীর্তিও গড়েছেন সাবালেঙ্কা। ফাইনালে ওঠার পথে প্রথম ছয় ম্যাচে কোনো সেট হারেননি তিনি। শেষ ধাপেও সেই দাপট ধরে রেখে এই এলিট ক্লাবে যোগ দিলেন সাবালেঙ্কা। ২০০০ সাল থেকে করতে পেরেছেন কেবল অ্যাশলে বার্টি, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও লিন্ডসে ডেভেনপোর্ট।